মৌলভীবাজারের মুজিবুর রহমান জুনু হান্সলো ইস্ট লন্ডনের কাউন্সিলর নির্বাচিত
May 11, 2022,

স্টাফ রিপোর্টার॥ ব্রিটেনের স্থানীয় নির্বাচনে বড় হান্সলো কাউন্সিল থেকে হান্সলো ইস্ট লন্ডনে প্রথম বারের মতো বাঙ্গালী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার টেলিমিডিয়ার চেয়ারম্যান মুজিবুর রহমান জুনু।
জানা গেছে এর আগে ওই কাউন্সিল থেকে কোন বাঙ্গালী কাউন্সিলর নির্বাচিত হতে পারেননি। প্রথম বারের মতো বাঙ্গালী কাউন্সিলর পেয়ে অনেকেই মনে করছেন তার হাত ধরে ভবিৎসতে অনেকে বাঙ্গালী কাউন্সিলর দেখতে পারবো। মুজিবুর রহমান জুনু মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বলিয়ারবাগ গ্রামের সন্তান।
তার এ বিজয়ে মৌলভীবাজার টেলিমিডিয়া সহ নিজ ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য করুন