মৌলভীবাজারের শীতের নাচন শুরু               

November 7, 2020,

বিকুল চক্রবর্তী॥ হঠাৎ করেই মৌলভীবাজারে শীত পড়েছে। এতে রাত ৮টার পর শহরে কাজে থাকা মানুষেরা পড়েছেন ভুগান্তিতে। শীত থেকে বাঁচতে অনেকেই কর্মক্ষেত্রের পাশে আগুন জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করেছেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, মুলত আরো দুদিন পূর্ব থেকেই শীত পড়তো। কিন্তু আকাশ মেঘলা থাকায় তা অনুভুত হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যার পর মেঘ সরে গিয়ে আকাশ পরিস্কার হয়ে যাওয়ায় মুলত শীত পড়েছে। একই সাথে হালকা বাতাসও রয়েছে। ফলে শীতের অনুভুতি একটু বেশি। তিনি জানান, কয়েকদিন ২৪/২৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। হঠাৎ করে ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় তা নেমে আসে ১৮.১৫ ডিগ্রী সেলসিয়ার্সে। রাত ১২টায় রেকর্ড করেন ১৬.০২ ডিগ্রী সেলসিয়ার্স। তিনি জানান, রাত ঘন হওয়ার সাথে সাথে তা আরো কমবে। সকালে বেশ ঠান্ডা অনুভুত হবে।

এ দিকে হঠাৎ করে এ শীতে কাবু হয়ে পড়েছেন গ্রাম থেকে শহরে আসা মানুষেরা। দূর্ভোগে পড়েছেন শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকরাও। শ্রীমঙ্গল থেকে চট্টগ্রাম গামী শ্যামলী পরিবহনের বাসের যাত্রী নিজাম উদ্দিন জানান, তিনি টিকিট কেটে কাউন্টারে বসে আছেন হঠাৎ শীত পড়েছে। সাথে কোন গরম কাপর নেই তাই তিনি শীতে কষ্ট পাচ্ছেন। একই কথা জানান, শ্যামলী এন আর ট্র্যাভেলস এর ঢাকাগামী যাত্রী আব্দুর রহিম।

বৃহস্পতিবার রাত ১০টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুমন মার্কেটে দেখা যায়, বেশ কয়েকজন শ্রমজীবি মানুষ আগুনে তা দিচ্ছেন। এ সময় সেখানে অবস্থানকারী পাওয়ার টিলার মেকানিকেল বাবুল মিয়া জানান, তিনি একটি মেশিন মেরামতের কাজ করছেন তাই বাড়ি যেতে পারছেন না। সাথে গ্রাম থেকে আসা ওই মেশিনের মালিকসহ আরো কয়েকজন। প্রত্যেকেই শীতে কাঁপছেন। শীত থেকে বাঁচতে পাশেই তারা খড়কুট দিয়ে আগুন ধরিয়েছেন। কাজের ফাঁকে ফাকে তারা আগুনের পাশে এসে উষ্ণতার পরশ নিচ্ছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো: ইউছুপ আলী বলেন, বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল পৌরসভার বর্ধিতকরণ ও বন্ধ থাকা নির্বাচন নিয়ে তারা একটি নাগরিক  সমাবেশের আয়োজন করেন কিন্তু হঠাৎ করে এরকম শীত পড়ায় তারা সভাটি সংক্ষিপ্ত করেন।

উল্লেখ্য দেশের সবচেয়ে আগে শীত পড়ে শ্রীমঙ্গলে এবং শ্রীমঙ্গল থেকে শীতের প্রস্থানও হয় সব শেষে। এই সময়ে নিন্ম আয়ের মানুষদের অনেক দূর্ভোগ পোহাতে হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com