শ্রীমঙ্গলে রিভলবার ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি রিভলবারসহ দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার ১৬ জুন দূপুরে শ্রীমঙ্গল থানায় প্রেস ব্রিফিং করে পুলিশ জানায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ফিনলে কোম্পানীর রাবার বাগানের ভিতর অভিযান পরিচালনা করিয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ মুন্না মিয়া পিতা-মনু মিয়া, মাতা-সুন্দরী বেগম, সাং-করিমপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার এবং শাহিন মিয়া উরফে দানা মিয়া (৩৭) পিতা-তায়েব মিয়া, মাতা-জুরোসা বেগম, সাং-ফান্দাউক, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়াকে আটক করেন। তাহাদের সাথে থাকা আরো ১৪/১৫ জন ডাকাত দৌড়াইয়া পালাইয়া যায়।
এসময় একটি দেশীয় রিভলবার ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন জাতের দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানায় অফিসার ইনচার্জ (ওসি) শামিম মুসা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে অস্ত্র আইনে ১টি মামলা এবং ডাকাতীর প্রস্তুুতি আইনে ১টি মামলা সহ মোট ২টি মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন