শ্রীমঙ্গলে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়েকে খুন

June 5, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের জামসি এলাকায় পারিবারিক কলহলেরর জের ধরে মা ও মেয়েকে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন। ঘটনাটি ঘটে ৫ জুন শুক্রবার ভোর রাতে।
পুলিশ এ এলাকাবাসী সূত্রে জানা যায় জামসি এলাকার একটি টিন শেডের ঘরে মা জায়েদা বেগম ও তার মেয়ে ইয়াছমিন বেগম থাকতেন। সকালে এলাকাবাসি তাদের কোন সারাশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতর ডুকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ নিচে পড়ে থাকতে দেখতে পান। তাদের শরিরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। ঘটনাকারী ঘরের পিছনের টিন খুলে ভেতরে প্রবেশ করে এ হত্যাকান্ড চালায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুস ছালেক জানান, প্রায় ১ বছর পূর্বে ইয়াছমিনের সাথে তার স্বামীয় বিবাহ বিচ্ছেদ হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহলেরর জের এ হত্যা কান্ড ঘটতে পারে। নিহততের লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com