মৌলভীবাজারের ৭ উপজেলায় চেয়ারম্যান পদে ২৪ সহ মোট ৮৮ জনের মনোনয়নপত্র জমা : ১৮ মার্চ নির্বাচন

স্টাফ রিপোর্টার॥ উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে জেলায় ৭ টি উপজেলায় মোট ৮৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২৭ জন প্রার্থী জেলা ও উপজেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এক প্রার্থী হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মোঃ কামাল হোসেন জমা দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২য় ধাপে আগামী ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে জেলার ৭ উপজেলায়। যাছাই বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা ২৭ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্ধ হবে ২৮ ফেব্রুয়ারি।
জেলার ৭ উপজেলার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলা, জুড়ী ও বড়লেখার রির্টানিং অফিসারের দ্বায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান। অপর দিকে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ার রির্টানিং অফিসারের দ্বায়িত্বে রয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক।
মৌলভীবাজার সদর উপজেলা ঃ
চেয়ারম্যন পদে ১জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি হলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন (নৌকা)।
উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের ৩ প্রার্থী হলেন-আলউর রহমান টিপু, এমদাদাদুর রহমান রেনু, আব্দুল মতিন।
উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের ৪ প্রার্থী হলেন- শাহিন রহমান, রাশিদা খান, মিতা ভুঁইয়া ও মিলি আছিয়া রহমান।
রাজনগর উপজেলা:
চেয়ারম্যন পদে ৬ প্রার্থী হলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান আছকির খান (নৌকা), বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজা ভেলাই (স্বতন্ত্র), এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, সাতির মিয়া, শাহজাহান খান ও নুরে আলম জিকু।
উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের ৬ প্রার্থী হলেন-বর্তমান ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, অনদি রঞ্জন দাশ, সাইফুল আহমদ ছফু, শাহেদুজ্জামান আনসারী মনাই, লুৎফুর রহমান ও আলাল মোল্লা ওরপে আলাল মিয়া।
উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের ৪ প্রার্থী হলেন-বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, মুক্তিরানী চক্রবর্তী, সুমাইয়া আক্তার সুমি ও হাসনা আক্তার।
কুলাউড়া উপজেলা:
চেয়ারম্যন পদে ৪ প্রার্থী হলেন- বর্তমান চেয়ারম্যান পদে আ,স,ম কামরুল ইসলাম (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী একেএম শফি আহমদ সলমান (স্বতন্ত্র), নবাব আলী নকী খান (স্বতন্ত্র), সৈয়দ মহি উদ্দিন হোসেন (স্বতন্ত্র)।
উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের ৭ প্রার্থী হলেন- মতিউর রহমান মতই, আহবাব হোসেন রাসেল, ফজলুল হক খান শাহেদ, মাহবুবুর রহমান মান্না, আব্দুল আহাদ, হুমায়ুন কবির সাহান, রাজকুমার কুমার কালোয়ার রাজু।
উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের ৩ প্রার্থী হলেন- নেহার বেগম, মোছাম্মাৎ শাহানারা আক্তার ও ফাতেহা ফেরদৌস চৌধুরী।
কমলগঞ্জ উপজেলা: চেয়ারম্যন পদে ৪ প্রার্থী হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান (নৌকা), বিদ্রোহী আওয়ামীলীগ ইমতিয়াজ আহমেদ বুলবুল (স্বতন্ত্র), আব্দুল গফুর (স্বতন্ত্র) ও আব্দুল আহাদ মিনার।
উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের ৭ প্রার্থী হলেন- ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাংবাদিক শাব্বির এলাহী, আব্দুল মুয়িন ফারুক ও রামভজন কৈরী। উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের ৩ প্রার্থী হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, বিলকিছ বেগম।
বড়লেখা উপজেলা: চেয়ারম্যন পদে ৩ প্রার্থী হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর (নৌকা), বিদ্রোহী আওয়ামীলীগ সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ।
উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের ৪ প্রার্থী হলেন- বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, আব্দুন নুর, তাজ উদ্দিন ও আজিজুর রহমান।
উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের ৭ প্রার্থী হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, আমিনা বেগম ডলি, মুন্না আক্তার মনি, রাজিয়া সুলতানা চৌধুরী, ফারহানা বেগম, নাজমা বেগম ও হাজেরা বেগম।
শ্রীমঙ্গল উপজেলা: চেয়ারম্যন পদে ৩ প্রার্থী হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব (নৌকা), জাকের পার্টির মনোনীত প্রার্থী আব্দুল কাউয়ুম, আফজল হক (সতন্ত্র)
উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের ৪ প্রার্থী হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, এনাম হোসেন চৌধুরী, মো. লিটন আহমেদ, এম এ রহিম নোমানী, পরিমল দাশ, হাসানুল হক দুলাল।
উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের ৭ প্রার্থী হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, মিতালী দত্ত, মোছাঃ শিরিনা আক্তার, হাজেরা খাতুন, পারভীন চৌধুরী।
জুড়ী উপজেলা: চেয়ারম্যন পদে ৩ প্রার্থী হলেন- বর্তমান চেয়ারম্যান গুলশান আরা মিলি (নৌকা), কিশোর রায় চৌধুরী মনি, এম এ মুহিদ ফারুক। উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের ৬ প্রার্থী হলেন- জুয়েল আহমদ, মোঃ আব্দুস শহিদ, রিংকু রঞ্জন দাশ, গোলাম জাকারিয়া, সুমন্ত বাউড়ি, শামিম আহমদ।
উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের ৩ প্রার্থী হলেন- রঞ্জিতা শর্মা, আজিবুন খানম ও শিল্পি বেগম।
মন্তব্য করুন