মৌলভীবাজারে ইমামদের সাথে নাটাবের মতবিনিময় সভা

হোসাইন আহমদ॥ যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ১১ জুন রোববার সকাল ১১টায় মৌলভীবাজারস্থ ওয়েষ্টর্ণ রেষ্টুরেন্টে জেলার বিভিন্ন মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সহ-সভাপতি ডাঃ শফিক উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটাবের জেলা সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়শনের সভাপতি এডভোকেট মোঃ আবু তাহের। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ আক্তার হোসেন।
এছাড়াও মতবিনিময় সভায় মতামত ব্যাক্ত করেন মৌলভীবাজার কোর্ট মসজিদের ইমাম ও টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম এবং জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা শেখ আব্দুল হক প্রমুখ।
বক্তারা মতবিনিময় সভায় যক্ষ্মা নিরোধের বিভিন্ন কৌশল ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যক্ষ্মা নিরোধে সুশীল সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
মন্তব্য করুন