মৌলভীবাজারে ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে পৌরসভা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা বিএনপির সভাপতি আয়েছ আহমদ এর সভাপতিত্বে জেলা যুবদলের যুগ্ন সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, চাঁদনীঘাট ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদশা, কামালপুর ইউনিয়ন চেয়ারম্যান ফয়ছল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন শামীম আহমদ, সৈয়দ মমসাদ আহমদ, আলাউদ্দীন রানা, বদরুল আলম নোমান প্রমুখ।
পরিশেষে দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।
মন্তব্য করুন