মৌলভীবাজারে ঈদুল আযহার নামায পড়লেন জেলার শতাধিক পরিবারের মুসল্লী

July 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহার নামায একদিন আগে পড়লেন জেলার শতাধিক পরিবারের মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে মোনাজাত করা হয়।
২০ জুলাই মঙ্গলবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ অংশ নেয়। নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)। এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও পৃথক পৃথক ঈদের নামায আদায় করার খবর পাওয়া গেছে।
নামায শেষে দেশ জাতিসহ করোনা ভাইরাস থেকে সারা বিশ্ব মুক্ত হওয়ার জন্য মোনাজাত করা হয়। নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী।
আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি) অনুসারী হাফেয মাজেদুল হক সজীব জানান, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com