মৌলভীবাজারে করোনায় ঘর বন্দি সাড়ে তিন হাজারেরও অধিক মানুষের মধ্যে ঈদের নতুন কাপর দিলেন শিক্ষানুরাগী জিল্লুর
বিকুল চক্রবর্তী॥ করোনায় ঘরবন্দি ও আয় রোজগারহীন মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবিক হৃদয়ের পরিচয় দিলেন মৌলভীবাজারের রাজনগরের বিশিষ্ট শিক্ষানুরাগী অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি জনান, রাজনগর উপজেলার ৪০টি গ্রামের সাড়ে তিন হাজার মানুষের মধ্যে ঈদের নতুন কাপর বিতরণ করেন। এ বিতরণে তার অনুরোধে সহায়তার হাত বাড়ায় অগ্রনী ব্যাংক লিমিটেড ও কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন।
২২ মে শুক্রবার সকালে গুরি গুরি বৃষ্টির মধ্যে তারাপাশা স্কুল এন্ড কলেজে রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহাজানখানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নিরাপদ দুরত্ব বজায় রেখে কয়েকশত মানুষের মধ্যে নতুন কাপর তুলেদেন শিক্ষানুরাগী জিল্লুর রহমান। একই সাথে ৫০ জনেরও বেশি মানুষ নিয়োগ করে বাড়ি বাড়ি পাঠিয়ে শুক্রবারের মধ্যে আরো ৩ হাজার মানুষকে ঈদের নতুন কাপর শাড়ী ও লুঙ্গী পৌছে দিবেন।
এদিকে তার এ ঈদ উপহার পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ। জিল্লুর রহমানের ঘনিষ্ঠজন এডভোকেট পার্থ সারতি পাল জানান, এর আগে জিল্লুর রহমান রাজনগর উপজেলায় কয়েক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। একই সাথে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন হাজার পিপিই দান করেন।
মন্তব্য করুন