(ভিডিওসহ) মৌলভীবাজারে করোনা চিকিৎসায় ২৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে আবুল খায়ের গ্রুপ

June 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা দূর্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার সংকট থাকায় আবুল খায়ের গ্রুপ মৌলভীবাজার পৌরসভাকে ২৫ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে।

২২ জুন সোমবার দূপুরে হাসপাতাল প্রাঙ্গনে আনুষ্ঠিানিক ভাবে মৌলভীবাজার পৌরসভার মেয়র অক্সিজেন সিলিন্ডার ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে হস্থান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারথি দত্ত কাননগো, জেলা সিভিল সার্জন ডাঃ তাউহীদ আহমদ। অক্সিজেন সিলিন্ডার পেতে সহযোগিতা করেছেন অগ্রনী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামছুল ইসলাম।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, আবুল খায়ের গ্রুপের দেয়া ২৫টি অক্সিজেন সিলিন্ডার বুঝে পাওয়ার পর করোনা রোগীর চিকিৎসা দিতে অনেক সহায়ক হবে।

অক্সিজেনের প্রয়োজনে করোনা আক্রান্তদের চিকিৎসা প্রদান করা হাসপাতালগুলোকে যোগাযোগের জন্য আবুল খায়ের গ্রুপ একটি হেল্পলাইন চালু করেছে। তারা জানিয়েছেন অক্সিজেনের প্রয়োজনে ০১৯৮৮৮০২১৬৬ নম্বরে যোগাযোগ করলে বিনামূল্যে অক্সিজেন রিফিল সুবিধা পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com