মৌলভীবাজারে করোনা সংক্রমণ বড়েই চলছে : একদিনে ১৮৮ জনের করোনা শনাক্ত

July 18, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিন বেড়েই। করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুও ভাড়ছে। সরকারি ভাবে সর্বশেষ তথ্য অনুয়াযায়ী মৃত্যু ৪৪ জনের জানানো হলেও এর সংংখ্যা কয়েকগুন বেশী হবে।
জেলার প্রতিটি উপজেলার গ্রামাঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ভাড়ছে। অধিাকংশ বাড়িতে করোনার উপসর্গ জ¦র, কাশি, স্বাসকষ্ট, ডায়রিয়া রোগী রয়েছেন। করোনার টেষ্টে অনেকেই হাসপাতালে যাচ্ছেননা।
গেল ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। জেলায় একদিনে শনাক্ত হয়েছেন ১৮৮ জন।
১৮ জুলাই রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৬ শতাংশ। গতকাল এই হার ৫০ দশমিক ৪ শতাংশ ছিলো।
নতুন শনাক্ত ১৮৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৭৯ জন, রাজনগরে ১৩ জন, কমলগঞ্জে ৮ জন, কুলাউড়ায় ৩১ জন, শ্রীমঙ্গলে ১৩ জন, বড়লেখায়, ২২ জন, জুড়ীতে ২২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৩০২ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২৪ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ৫১৩টি নমুনা পরীক্ষায় পাঠালে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৬.৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৩ শত ২ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩ হাজার ২ শত ২০ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৪ জন।
সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৪৪ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com