মৌলভীবাজারে কাবাডি খেলার উদ্বোধন
October 11, 2016,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পংমধপুর যুব সমাজের উদ্যোগে ও সোনার বাংলা আদর্শ ক্লাবের সার্বিক সহযোগিতায় কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সোমবার ১০ সেপ্টেম্বর উদ্বোধনী খেলায় বন্ধু কাবাডি বনাম একতা স্পোটিং কাবাডি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বন্ধু কাবাডি দলকে ৭/৬ পয়েন্টে পরাজিত করে বিজয়ী হয়েছে একতা স্পোটিং ক্লাব।
এ সময় উপস্থিত ছিলেন, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দু পোদ্ধার বাচ্চু, কনর মিয়া, মাসুদ মিয়া, আব্দুর রুপ, সাইফুল ইসলাম উজ্জল, মিছিল আহমদ ও কয়েছ আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন