মৌলভীবাজারে কোভিড-১৯ টিকা দ্বিতীয় ডোজ শুরু

স্টাফ রিপোর্টার॥ কোভিড-১৯ করোনা টিকা দ্বিতীয় ডোজ মৌলভীবাজারে শুরু হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম সহ অন্যান্যরা। টিকা দ্বিতীয় ডোজ গ্রহনের প্রথম দিনে উপস্থিতি কিছুটা কম ছিল।
৮ এপ্রিল বৃহস্পতিবার সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ এক সাথে চলছে। দ্বিতীয় ডোজ টিকা নেয়ার সময় কেন্দ্র পরিবর্তন করা যাবে না। টিকা গ্রহনে সিভিল সার্জন কার্যালয় থেকে ১১টি নির্দ্দেশনা দেয়া হয়েছে। জেলার ২৬টি নির্ধারিত বুথে টিকা প্রয়োগ চলছে। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সকল নির্ধারিত কেন্দ্রে চলবে এ টিকাদান কর্মসূচি।
উল্লেখ্য প্রথম ধাপে জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা আসে এবং ২য় ডোজে আরও ৪৫ হাজার টিকা বরাদ্দ রয়েছে মৌলভীবাজার জেলার জন্য। মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের ৮টি বুথে এবং অন্য ৬ টি উপজেলায়ও এ কার্যক্রম শুরু হয়েছে।
মন্তব্য করুন