মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ও ফরমায়েশী রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এর নেতৃত্বে ২৯ অক্টোবর সোমবার বিকেলে শহরের ইউনিক হাসপাতালের সামন থেকে শুরু করে চৌমুহনা চত্বরের গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত করে মৌলভীবাজার জেলা ছাত্রদল। বিক্ষোভ মিছিল ও পথ সভায় জেলা উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ও তারুণ্যের অহংকার তারেক রহমানসহ সারা দেশে সরকারের নির্দেশে গায়েবী মামলায় আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি করেন। তারা হুশিঁয়ারী দিয়ে বলেন অন্যতায় এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ দেশের ছাত্রসমাজ জেগে উঠবে। তখন দেশ থেকে পলায়নেরও পথ খুঁজে পাবেন না।
মন্তব্য করুন