মৌলভীবাজারে জিংক ধানের বীজ বিতরণ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কনকপুর ইউনয়নের কৃষকদের মাঝে জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। ১৮ জুন শনিবার সকালে কনকপুরে নলদাড়িয়া গ্রামে হারবেষ্টপ্লাস বাংলাদেশ ও এগ্রিকালচারাল এডভাইজরি সোসাইটির(আস) এর উদ্যোগে এ বীজ বিতরণ করা হয়। এসময় বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনকপুর ইউপি সদস্য মো. আশিকুর রহমান, আলগীর হোসেন, মহিলা সদস্য গীতা রাণী চন্দ্র, ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামদি ও আস এর সমন্ময়কারী শুব্রত কুমার ঘোষ। রোপা আমন মৌসুমে চাষের জন্য ইউনিয়নের কনকপুর, নলদাড়িয়া, আবদা, বুদ্ধিমন্তপুর, দূর্লভপুর, রায়পুর, মামরখপুরসহ আরো কয়েকটি গ্রামের ২৪৫ জন কৃষকদের প্রত্যেককে ৩ কেজি প্যাকেটের জিংক ধানের বীজ বিনামুল্যে প্রদান করা হয়। এর আগে ওই কৃষকদের কে চাষাবাদ বিষয়ে ওরিয়েন্টেশনসহ লিফলেট বিতরণ করা হয়।
জানাযায়, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় এ মৌসুমে ১২৫০ কৃষককে এ কর্মসুচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৫০টি মুল প্রদর্শনি প্লট, ২০০টি মিনি প্রদর্শনি প্লট থাকবে এবং অবশ্লিষ্ট ১হাজার কৃষককে প্রি সেম্পুল বিতরণ করা হয়। যেহেতু ব্রি-৬২ এর প্রতি কেজি চালে ২৪ মিলিগ্রাম জিংক থাকে সেহেতু কৃষক পর্যায়ে জিংক সমৃদ্ধ এ ধান ব্যাপক ভাবে সমম্প্রসারিত হলে মানুষের শরীরে জিংক এর ঘাটতি জনিত সকল রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।
মন্তব্য করুন