মৌলভীবাজারে দুই অংশে গণতন্ত্র রক্ষা দিবস পালিত

ওমর ফারুক নাঈম॥ আনন্দ মিছিল ও সমাবেশের মধ্যদিয়ে মৌলভীবাজারে গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে জেলা আওয়ামীলীগ ও আওয়ামী লীগ একাংশ সাংসদ সৈয়দা সায়রা মহসীন সমর্থীত গ্রুপ।
বৃহস্পতিবার ৫ জানুয়ারী দুপুরে চৌমোহনা চত্বর থেকে শহরেআনন্দ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক এমপি হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যডভোকেট রাধাপদ দেব সজল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি প্রমুখ।
অন্যদিকে বিকাল ৪টায় শহরে আনন্দ শোভা যাত্রা মিছিল বের করেছে আওয়ামী লীগ একাংশ সাংসদ সৈয়দা সায়রা মহসীন সমর্থীত গ্রুপ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফিরোজ আহমদ, সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, সংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল প্রমুখ।
মন্তব্য করুন