মৌলভীবাজারে নারী ও শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ

May 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশু ও নারী সহ ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। তারা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।
পুলিশ জানায় ১১ মে বৃহস্পিতবার সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ঘুড়াফেরা ও কথাবার্তায় সন্ধেহ হলে তাদের আটক করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা রোহিঙ্গা বলে জানা যায়।
জানা গেছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তারা ভারত থেকে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
উল্লেখ্য এর আগে একই এলাকা থেকে গেল বছর ২৮ জুন ১৪ জন রোহিঙ্গা এবং ১৭ জুলাই ২১ জন শিশু ও নারী সহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com