মৌলভীবাজারে নিরাপদ খাদ্য প্রবিধানমালা ২০২০ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
October 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে রোববার ২৫ অক্টোবর নিরাপদ খাদ্য (রেস্তোরাঁ) প্রবিধানমালা-২০২০ ও নিরাপদ খাদ্য (খাদ্য প্রত্যাহার) প্রবিধানমালা-২০২০ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সরকার চেয়ারম্যান বাংলাদেশ নিরাপদ খাদ্য মোঃ আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি ছিলেন সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্যপ্রফেসর ডঃ মোঃ আব্দুল আলীম।
কর্মশালায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার এর কর্মকর্তাগণ, মৌলভীবাজার জেলার হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী, মিষ্টি বেকারির ব্যবসায়ী,খাদ্য শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি,সংশ্লিষ্ট অংশীজন,খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি,সাংবাদিকবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন