মৌলভীবাজারে পুলিশের সতর্কীকরণ নোটিশ

April 15, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত নিয়োগে কাহারো সহিত অর্থনৈতিক লেনদেন না করতে অনুরোধ জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল । ১৬ ও ১৭ এপ্রিল শারীরিক পরীক্ষা মৌলভীবাজার পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল বলেন জেলা কোনো মানুষ যাতে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে সতর্কীকরণ ব্যানার লাগানো হয়েছে।
কনস্টেবল পদের পরীক্ষার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্রাদি ছাড়া কোন ধরনের ব্যাগ, ব্যাকপ্যাক, প্যাকেট, মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীদের অভিভাবক এবং আত্মীয়-স্বজনকে পরীক্ষা কেন্দ্রের কমপক্ষে ২০০ গজ দূরে অবস্থান করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com