মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তির ফলাফল ঘোষণা

January 16, 2025,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি-২০২৪’র ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শহরের ইম্পেরিয়েল কলেজ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

মৌলভীবাজার ইসলামি সোসাইটি পরিচালিত মেধাবৃত্তি ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জেলা পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনূর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব।

পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ সিতাব আলী’র সঞ্চালনায় এ সময় অতিথি ছিলেন মৌলভীবাজার ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও জেলা পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ ইয়ামির আলী, সদস্য মোহাম্মদ আলী বেগ, হারুনুর রশীদ তালুকদার, সৈয়দ তারেকুল হামিদ, মোহাম্মদ শাহীন মিয়া, শাহিন আহমদ, খায়রুল আমীন সেহেল, মাসরুর আহমদ, হাবিবুর রহমান হারিছ ও হাফিজ আলম হোসাইন।

প্রেরণা মেধাবৃত্তি আয়োজকেরা জানান, ২০২৪ সালের ২৮ ডিসেম্বর জেলাব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগীতায় ৫ম ও ৮ম শ্রেণীর ২৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে ৮ম শ্রেণীর জেলাব্যাপী মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আফরিদা জান্নাত অরিন, দ্বিতীয় স্থান করে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী পরমাধ্যা চক্রবর্তী ও তৃতীয় স্থান অধিকার করে দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাইশা বিনতে হুমায়ুন।

৫ম শ্রেণীতে জেলাব্যাপী মেধা তালিকায় প্রথম হোন আনন্দ বিদ্যাপিঠের শিক্ষার্থী তানজিলা ইসলাম চৌধুরী, দ্বিতীয় হয়েছে দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাজশ্রী হালদার রাজন্যা ও ৩য় হয়েছে আনন্দ বিদ্যাপিঠ এর শিক্ষার্থী স্নেহা দাশ।

জেলার ৭টি উপজেলা থেকে পরীক্ষায় ২৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে কৃতকার্য হোন ১৮০ জন। প্রথম স্থান অধিকারকারীদের নগদ ১০ হাজার টাকাসহ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং অন্যান্যদের পর্যায়ক্রমে পুরস্কৃত করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com