(ভিডিওসহ) মৌলভীবাজারে বই উৎসব অনুষ্ঠিত, শিক্ষার্থীদের মধ্যে ৪২ লাখ ৫২ হাজার ৪১১টি বই তুলে দেয়া হয়েছে

January 1, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রাথমিক ও মাধ্যমিক, ইবতেদায়ীসহ মাদ্রাসা শিক্ষার্থীদেরসহ অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ৪২ লাখ ৫২ হাজার ৪১১টি বই তুলে দেয়া হয়েছে। নতুন বছরে নতুন বই পেয়ে উচ্চসিত শিক্ষার্থী ও অবিভাবকরা।
বছরের প্রথমদিন সোমবার দুপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, আলী আমজদ সরকারি গার্লস স্কুল ও প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বই উৎসবে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাশু সোম মহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: খুরশেদ আলম, আলী আমজদ সরকারী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো: মইনুল হকসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, অবিভাবক মন্ডলী ও সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ।
নতুন বই হাতে পেয়ে উচ্চসিত শিক্ষার্থী ও অবিভাবকরা তাদের উচ্চাস ব্যক্ত করে তারা বলেন বছরের প্রথম দিনে নতুন বই ও নতুন শিক্ষা কারিকুলাম তাদেরকে অনেক দূর নিয়ে যাবে। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল বই এখনো এসে পৌঁছায়নি বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কর্মকর্ত। প্রাথমিকের শতভাগ বই এসে পৌছেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com