মৌলভীবাজার শহরের বেরী লেইককে নান্দনিক করতে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বেরী লেইককে নান্দনিক ও উন্নয়ন নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার ১০ অক্টোবর সকালে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌরসভা হলরুমে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বেরী লেইক উন্নয়ন প্রকল্প প্রনয়নের প্রকল্প পরিচালক ও এলজিইডি সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ।
বেরী লেইককে উন্নয়ন নিয়ে প্রস্তাবনামূলক বক্তব্য রাখেন মৌলভীবাজার চেম্বার সাবেক সভাপতি ডাঃ এম এ আহাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবুল খয়ের চৌধুরী, সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিন, সমাজসেবী সৈয়দ আব্দুল মোতলিব রঞ্জু, প্রকৌশলী মনসুরুজ্জামান, সাবেক কাউন্সিলর এমদালুল হক মিন্টু, সাবেক কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, ডিবিসি প্রতিনিধি পান্না দত্ত, শিশু একাডেমী পরিচালক জসিম উদ্দিন মাসুদ, শিক্ষক পূর্ণা রায় ভৌমিক, সমাজকর্মী ডোরা প্রেন্ট্রিস সহ শহরের অর্ধশত নাগরিক।
বক্তারা বলেন, শহরের প্রানকেন্দ্রে প্রায় ১৫ একরের আয়তনে প্রাকৃতিক জলাধারা দেশের অন্য কোন পৌরসভায় নেই। কিন্তু বর্তমানে তা দখল-দুষণে অস্তিত্ব হারাচ্ছে। বিশাল এ লেকটিকে সংরক্ষণ ও উন্নয়ন করার পরিকল্পনা গ্রহণ করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পৌর মেয়রকে ধন্যবাদ জানান। পাশাপাশি বিভিন্ন ঐতিহ্য, শিশুদের বিনোদনের সুযোগ ও সকল বয়সের মানুষের বিনোদনের কেন্দ্র হিসাবে গড়ার আহ্বান জানান।
এছাড়া বেরী লেইককে দখল ও দূষণমুক্ত করে সংরক্ষণের উদ্যোগ গ্রহন করা ও সেই সাথে বেরী লেইককে ঘিরে জলাধারের প্রাকৃতিক অবস্থা ঠিক রেখে নান্দনিক ও বিনোদন কেন্দ্র করা প্রস্তাবনা রাখেন।
মন্তব্য করুন