মৌলভীবাজারে বোরো সংগ্রহ-২০২৩ এর উদ্বোধন

May 25, 2023,

স্টাফ রিপোর্টার॥ “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ-ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন বেশি খুশি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ২৫ মে সকাল সাড়ে ১১ টায়  মৌলভীবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মৌলভীবাজার সদর এলএসডি উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোসা: শাহীনা আক্তার প্রমুখ।

আলোচনা সভায় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, এবারে মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলে প্রায় ১০০ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছেভ এছাড়াও হাওরাঞ্চলের বাহিরে প্রায় ৯৭ ভাগ ধান কর্তন হয়েছে।

আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভালো হয়েছে বলেও জানান তিনি। এবছর মৌলভীবাজার জেলায় ধান সংগ্রহের লক্ষ্যেমাত্রা ৪ হাজার ৭ শত ৪৯ মেট্রিক টন এবং সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যেমাত্রা ৭ হাজার ১ শত ১২ মেট্রিক টন ধরা হয়েছে। এছাড়াও বোরো মৌসুমে ধান সংগ্রহ বিষয়ক বিশদ তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com