(ভিডিওসহ) মৌলভীবাজারে মনু প্রকল্পের সেচ পাম্প চালু ও ক্যানেল মেরামতের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মনু প্রকল্পের আওতাধিন কাউয়াদিঘি হাওরে কাসিমপুরে অবস্থিত সেচ পাম্প চালু রাখা ও প্রকল্পের ক্যানেল মেরামতের দাবিতে মানববন্ধন করেছে মনু নদীর সেচ প্রকল্পের আওতাভুক্ত চাষীরা।
সোমবার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ রুমেন আলী, ইউপি সদস্য প্রদীপ চন্দ্র দেব, আলমগীর হোসেন, রকিব চৌধুরী, তাউহীদ ইসলাম, ছয়ফুল ইসলাম, সৈয়দ শাহেদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, সম্পূর্ণ হাওর জুড়ে মৎস্য খামারীদের আধিপত্য বিস্তার রয়েছে। তারা পাম্প হাউজ সংলগ্ন ক্যানেলে বিভিন্ন ধরণের নেট ব্যবহার করে মৎস্য চাষ করায় স্বাভাবিক পানি প্রবাহে বাঁধার সৃষ্টি হচ্ছে। ফলে গত কয়েক বছর ধরে বোরো ধান হারানোর পাশাপাশি সারা বছর প্রকল্পের ভেতর পানি জমে থাকছে। এ কারণে সময়মতো আমন ধানও রোপন করতে পারেননা। পরে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য করুন