মৌলভীবাজারে মহান মে দিবস পালিত

May 1, 2017,

ওমর ফারুক নাঈম॥ শ্রমিকদের অধিকার আদায়ের দৃপ্ত শপথে সারাদেশের ন্যায় মৌলভীবাজারে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
সোমবার ১ মে সকাল ১১টায় জেলা প্রশাসন কার্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। এছাড়াও শহরে শ্রমিকলীগ, শ্রমিকদল,কমিউনিষ্ট পাটি, জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন, অটো মোবাইল মালিক সমিতি, ট্রেড ইউনিয়ন সংঘ, হোটেল শ্রমিক ইউনিয়ন ও চা শ্রমিক,মহিলা শ্রমিকদল,বিদ্যুৎ শ্রমিক লীগ,বিদ্যুৎ শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠন শোভাযাত্রা ও মিছিল শেষে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশন সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম আহমদ, পাবেল মিয়া, বাবু সনজিত কুমার, রব মিয়া সহ শ্রমিক নেতারা।
শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া মেনে নেওয়ার দাবীতে মৌলভীবাজার জেলা সদরসহ জুড়ি,কমলগঞ্জ,কুলাউড়াও রাজনগর উপজেলায়ও মে দিবসে বিভিন্ন শ্রমিক সংগঠন লাল পতাকা মিছিল, বৈঠক, সভা-অধিকার আদায়ের শপথে পালন করেছে মে দিবস
এদিকে, শ্রমিকদের পাশে দাড়ানোর ঘোষণা দিয়ে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। প্রতিবারের ন্যায় এবারও মৌলভীবাজারে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে মে দিবস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com