মৌলভীবাজারে মাধ্যমিক বিদ্যালয়ে গার্ল গাইডদের দীক্ষা
স্টাফ রিপোর্টার॥গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার সদর ২টি মাধ্যমিক বিদ্যালয়ের গার্ল গাইডদের দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারিমৌলভীবাজার সদর উপজেলা মুনুমুখ (পিটি) উচ্চ বিদ্যালয় ও সাধুহাটি (আব্দুল বারি) উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গার্ল গাইড অ্যাসোসিয়েশনের আয়োজনে পৃথক পৃথক অনুষ্ঠানে গার্ল গাইডদের দীক্ষা প্রদান করা হয়। দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সামাদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার বেগম নূরজাহান সুয়ারা, সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার, কোষাধ্যক্ষ হেমপ্রভা সিনহা, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
দীক্ষা অনুষ্ঠানে মুনুমুখ (পিটি) উচ্চ বিদ্যালয় ও সাধুহাটি (আব্দুল বারি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষকগণ,গাইড শিক্ষার্থী এবং উভয় বিদ্যালয়ের অভিভাবক ও গাইডারগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন