মৌলভীবাজারে যুব প্রশিক্ষন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জঙ্গিবাদ,যৌতুক,বাল্যবিবাহ ইত্যাদি রোধকল্পে যুবদের করনীয় শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ মে বিকেলে জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ ভবনে উপ-পরিচালক মোহাম্মদ আমির আজম খান এর সভাপতিত্বে এবং প্রশিক্ষক বেলায়েত হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত জঙ্গিবাদ,যৌতুক,বাল্যবিবাহ ইত্যাদি রোধকল্পে দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আলম খান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন সোহেনা বেগম,যুব ক¤িপউটার প্রশিক্ষক মোঃ হাসান উজ্জামান,এস,এস,মুজিবুল আলম,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন প্রমুখ। পরে ্অতিথিরা প্রশিক্ষিত যুব কর্মীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
মন্তব্য করুন