মৌলভীবাজারে রেড ক্রিসেন্টের নির্বাচন নিনে লোকুচুরি
হোসাইন আহমদ॥ গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধিকাংশ স্থায়ী সদস্যের অজান্তে মৌলভীবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির ‘সাজানো’ নির্বাচন প্রায় সম্পন্নের পথে। ১০৫৩ জন আজীবন সদস্যের দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজন করা হচ্ছে লুকোচুরি করে। বর্তমান সাধারণ সম্পাদকসহ আরো কয়েকজন নেতা নিজের ক্ষমতাকে বহাল রাখাতে সুপরিকল্পিতভাবে ১৩০ জন অস্থায়ী বার্ষিক সদস্য করেছেন বলে অভিযোগ স্থায়ী সদস্যদের। যা এখনও স্থায়ী সদস্যদের সামনে প্রকাশ করা হয়নি। অস্থায়ী সদস্য গ্রহণ করার বিষয়টি কোন এজিএমএ অথবা কোন মিটিংয়ে স্থায়ী সদস্যদেরকে অবগত করা হয়নি। এনিয়ে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের স্থায়ী সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
গত৭ ডিসেম্বর সোসাইটির নির্বাচন করার কথা তাকলেও সহ-সভাপতি এ এম ইয়াহিয়া মুজাহিদ এর অসুস্থতার কথা হলে নির্বাচন পিছানো হয়। পরবর্তীতে ১৯ ডিসেম্বর রেডক্রিসেন্ট সোসাইটির ঢাকা অফিসের এনডিসি(মহাসচিব) ইএমএম মুজহারুল হক স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ৩০ মার্চ পর্যন্ত সৈয়দ নৌশর আলী খোকনকে প্রধান করে ১০জনের একটি কার্যনির্বাহী এডহক কমিটি গঠন করে এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করে পরবর্তী নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্থান্তরের নির্দেশ দেয়া হয়। কিন্তু ওই এডহক কমিটি গত ৩০ মার্চ পর্যন্ত নির্বাচন দিতে ব্যর্থ হন।
নির্বাচন কমিশনার রেজা আহমদ বেনজির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১১ মে নির্বাচন অনুষ্টিত হবে। ওই বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র ক্রয়ের আগের দিন ২৩ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করার কথা তিনি উল্লেখ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থায়ীয় সদস্য জানান, বর্তমানে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিটে অনিয়মকে নিয়মে পরিনত করা হচ্ছে। সোসাইটির কয়েকজন প্রভাবশালী নেতা এসব অনিয়মের নেতৃত্ব দিচ্ছেন। তারা মূলত আগামী নির্বাচনে নিজেদেরকে স্বপদে বহাল রাখতে এসব করছেন বলে তাদের অভিযোগ। তারা আরও বলেন, বছর এজিএম করা হয়নি এবং আয় ব্যায়ের কোন হিসাব স্থায়ী সদস্যদের কাছে উপস্থাপন করা হয়নি। ২০১৬ সালে সাধারণ সম্পাদক ও কমিটির অন্যান্য নেতারা আজীবন সদস্য এবং বার্ষিক সদস্য নেয়া পরিকল্পিতভাবে বন্ধ রেখে নির্বাচনের আগে তাড়াহুড়া করে ১৩০ জন সদস্য গ্রহণ করেছেন। স্থায়ী সদস্যদের নিকট বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের নোটিশ পাঠানোর কথা থাকলেও শত শত সদস্য এ নোটিশ পাননি বলে অভিযোগ করেন।
ওই আন্তর্জাতিক সেবাদানকারী সংস্থার আজীবন সদস্যরা মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিটটিকে পূর্বের ন্যায় গতিশীল ও মূল ¯্রােত ধারায় ফিরিয়ে আনার দাবি জানান।
এবিষয়ে জানতে কমিটির সাধারণ সম্পাদক এ এইচ এম শাহাব উদ্দিন আহমদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের সহ-সভাপতি অসুস্থ থাকায় এজিএম করা হয়নি। আগামী নির্বাচনের দিন ওডিএম করা হবে। স্থায়ী সদস্যদের অজানতে ১৩০ জন অস্থায়ী বার্ষিক সদস্যের বিষয়ে জিজ্ঞাসা করলে এ বিষয়ে তিনি কিছু বলেননি।
মন্তব্য করুন