মৌলভীবাজারে শুরু হয়েছে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

April 25, 2017,

স্টাফ রিপোর্টার॥ সিলেট অঞ্চলের শস্য নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ও মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৪ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।
২৫ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

মাঠে আয়োজিত ৪ দিন ব্যাপি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তেফায়েল ইসলাম। পরে মেলা প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে মেলায় বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন অতিথি বৃন্দ। মেলায় ২২টি স্টল বসেছে, আগামী ২৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল স্তরের মানুষের জন্য উম্মোক্ত থাকবে। এ ছাড়াও প্রতিদিন মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিব অনুষ্ঠানে আয়োন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com