মৌলভীবাজারে সিনোফার্মের ২৭ হাজার ৬ শত ডোজ টিকা পৌঁছেছে : সোমবার থেকে আবার টিকাদান শুরু

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে চীনের সিনোফার্মের ২৭ হাজার ৬ শত ডোজ টিকা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। রোববার ১৫ আগষ্ট দূপুরে সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ টিকা গ্রহন করেন।
টিকা গ্রহনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ড্রাগস সুপারিনটেনডেন্ট সিরাজুম মুনিরা, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নাশির উদ্দিন, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ শাহ আলমসহ জেলা ইপিআই স্টোরের কর্মচারীবৃন্ধ।
১৬ আগষ্ট থেকে উক্ত টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এবং আরও ৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ৭টি স্থায়ী টিকা কেন্দ্রে সকাল ৯ থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকাদান চলবে।
উল্লেখ্য গত ৭ আগষ্ট গণটিকার বরাদ্ধ ৫০ হাজার ৫২ ডোজ টিকা প্রথম দিন দুপুর সাড়ে ১২টার মধ্যে শেষ হয়ে যায়। পরে স্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলে ১১ আগষ্ট পর্যন্ত। এপর শুধু বিদেশগামীদের টিকা দেয়া হয়।
সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, টিকার রেজিস্ট্রেশন ৩ লাখের উপরে উঠেছে। বরাদ্ধকৃত ২৭ হাজার ৬ শত ডোজ টিকা পয়েছি যা ২ থেকে ৩দিন যাবে। তিনি সবাইকে রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তি সাপেক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে সুশৃঙ্খলভাবে নির্ধারিত কেন্দ্রে টিকা গ্রহন করার জন্য অনুরোধ জানান।
মন্তব্য করুন