(ভিডিওসহ) মৌলভীবাজারে সেনাবাহিনীর উদ্যেগে সাধারণ কৃষকদের মধ্যে বীজ ও ত্রাণ বিতরণ
May 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের মধ্যে বিভিন্ন জাতের সবজীরবীজ ও ত্রাণ বিতরণ করেছে।
২৩ মে শনিবার দূপুরে ১৮ আর্টিলারী ডিভিশনের ক্যাপ্টেন সাজ্জাদ আবিদ এর নেতৃত্বে শ্যামেরকোনা প্রাথমিক বিদ্যালয় মাঠে সাধারণ কৃষকদের মধ্যে সবজী বীজ বিতরণ করা হয়।
এ সময়ের উপস্থিত ছিলেন উপ সহকারী কর্মকর্তা সিতাংসু পাল, ইউপি সদস্য আলমাস মিয়া।
মন্তব্য করুন