মৌলভীবাজারে হলদে পাখি সম্প্রসারনে সমন্বয় সভা

June 22, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হলদে পাখি সম্প্রসারনে বাংলাদেশ গার্ল গাইডস্ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে সমন্বয়ে সভা হয়েছে।
২২জুন বুধবার দুপুরের দিকে মৌলভীবাজার গার্ল গাইডস্ কার্যালয়ের ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর কমিশনার বেগম নুরজাহান সুয়ারার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাধুরী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা রহমান
বক্তব্য রাখেন অনুরাণী ভৌমিক,অপরাজিতা রায়,হেমপ্রভা সিংহা,প্রভাসিণী সিংহা প্রমুখ। সমন্বয় সভায় শ্রীমঙ্গল উপজেলার ১৫জন প্রধান শিক্ষক অংশ গ্রহন করেন। পরে অতিথিরা মৌলভীবাজার গার্ল গাইডস্ কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসুচি উদ্ভোধন করে প্রত্যেক শিক্ষদের মধ্যে বনজ ও ফলজ বৃক্ষ বিতরন করেন। অনুষ্ঠান শেষে হলদে পাখি, গাইড ও রেঞ্জারদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com