মৌলভীবাজারে “হাওর অঞ্চলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত নীতিমালার উপযোগিতা বিশ্লেষণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

August 29, 2016,

স্টাফ রিপোর্টার: হাওর অঞ্চলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত নীতিমালার উপযোগিতা বিশ্লেষণ” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএনডিপি এর সহযোগিতায় “সাপোর্ট টু সাসটেইনএবল এন্ড ইনক্লুসিভ প্লানিং” (এসএসআইপি) প্রকল্পের মাধ্যমে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এ কর্মশালার আয়োজন করে।

সোমবার ২৯ আগষ্ট দুপুরে মৌলভীবাজার গ্র্যান্ড সুলতান এন্ড টি রিসোর্টে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব অধ্যাপক ড. শামসুল আলম। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বিভাগের ডিরেক্টর জেনারেল মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএনআরএস এক্সিকিউটিভ ডিরেক্টর ড. এম. মোখলেছুর রহমান। পরে মুক্ত আলোচনায় অংশ নেন সরকারী কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও হাওর পাড়ের মানুষ।

বক্তারা বলেন, পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত নীতিমালা সমূহ হাওরের বাস্তবিক অবস্থার সাথে কোন কোন ক্ষেত্রে অসামঞ্জস্যতা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের উদ্যোগে এই সকল অসামঞ্জস্যতা বিশ্লেষণের একটি উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশে ৩৭৩টি হাওর রয়েছে, যা ২০,০২২ বর্গ কিলোমিটার বিস্তৃত এবং ৭টি জেলা যথা কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মনবাড়িয়া, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে অবস্থিত।
সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের মৎস্য সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় কুন্ড বলেন, স্থানীয় সরকার বিভাগ রাস্তাঘাট তৈরি করার ফলে অনেক ক্ষেত্রে মাছের চলাচল বিঘিœত হয় যার খোঁজ মৎস্য অধিদপ্তর রাখেনা এবং সেজন্য কোন কোন এলাকার মানুষ মাছই পায়না।

ইউএনডিপি বাংলাদেশ এর আরিফ ফয়সাল বলেন, পরিবেশগত সংকটাপন্ন এলাকার আইন ও নীতিমালা এমনভাবে তৈরি করতে হবে যে তা যেন দাপ্তরিক সংঘর্ষ তৈরি না করে। তিনি আরও বলেন পূর্বে হাওর অঞ্চলের সম্পদের পরিসংখ্যান করা হয়েছে এই সম্পদেও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আবারও পরিসংখ্যান প্রয়োজন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, সাহাজান বলেন, আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য যান্ত্রিক ভাবে ফসল কাটা গেলে হাওর অঞ্চলের কৃষকদের ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট এর বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, হাকালুকি হাওরে একসময় বিভিন্ন ধরণের বন্য প্রাণী ছিলো যা বন ধ্বংসের সাথে ধ্বংস হয়ে গেছে, হাওরের ১০% এলাকাকে সংরক্ষিত এলাকা ঘোষনা করে বনায়ন করার পরামর্শ দেন তিনি।

DSC00141
অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ), প্রকাশ কান্তি বলেন, হাকালুকি হাওরে সরকার ঘোষিত অভয়াশ্রম গুলোর মধ্যে অধিকাংশই সঠিকভাবে ব্যবস্থাপনা হচ্ছেনা। শুধুমাত্র সিএনআরএস বাস্তবায়িত ক্রেল প্রকল্প ভিসিজির মাধ্যমে ৫ টি অভয়াশ্রমের সঠিক ব্যবস্থাপনা করছে। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা হাওরে বনায়ন করছে কিন্তু পরবর্তিতে তার রক্ষনাবেক্ষণ কম হচ্ছে, বনবিভাগই রোপণ পরবর্তি ব্যবস্থাপনা করছেনা। তিনি সম্পদ ব্যবস্থাপনা সংগঠন ও সমাজ ভিত্তিক সংগঠন গুলোকে শক্তিশালী করা এবং তাদের নিয়মিত মনিটরিং করার কথা বলেন।
ইউএনডিপির এসএসআইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফকরুল আহসান বলেন, জনসংখ্যা বাংলাদেশের বড় সমস্যা আবার এই জনসংখ্যা বা কমিউনিটির সঠিক ব্যবহার করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সম্ভব।
বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বিভাগের ডিরেক্টর জেনারেল মোঃ মজিবুর রহমান বলেন, হাওর ম্যানেজমেন্ট প্লান বাস্তবায়ন হলে আলোচিত সমস্যা গুলো মোকাবেলা সম্ভব।
ইউএনডিপি-বাংলাদেশ এর এসিস্টেন্ট কান্ট্রি ডিরেক্টর শায়লা খান বলেন, নারী সমাজ দেশের মোট জনসংখ্যার অর্ধেক, তাদেরকেও সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণে অন্তর্ভূক্ত করতে হবে।
প্রধান অতিথি সিনিয়র সচিব ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য প্রফেসর ড. শামসুল আলম তার বক্তব্যে বলেন, সমস্যা আগেও ছিলো এখনও আছে, তবে তা সমাধানের জন্য কার্যক্রমও নেওয়া হয়েছে। হাওর সম্পদের সঠিক ব্যবস্থাপনার জন্য হাওর বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও গবেষণা করা প্রয়োজন।
সমাপনী বক্তব্যে কর্মশালার সভাপতি কামরুল হাসান, জেলা প্রশাসক, মৌলভীবাজার বলেন, মৌলভীবাজার দেশের অন্যতম সুন্দর জেলা কিন্তু এর সৌন্দর্য্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। সম্পদ রক্ষার জন্য প্রশাসন যথেষ্ঠ আন্তরিক এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেটের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এসএসআইপি প্রজেক্ট, ইউএনডিপি,বাংলাদেশ সুশীল সমাজ, সাংবাদিক সহ বিভিন্ন্ সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। হাওর সম্পর্কিত অধিক তথ্যের জন্য ৩৫ সদস্যের একটি দল ২৮ আগষ্ট হাকালুকি হাওর ভিজিট করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com