মৌলভীবাজারে ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত ১৮৮ জন

August 8, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৮৮ জন।
রোববার ৮ আগস্ট সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯২ শতাংশ।
নতুন শনাক্ত ১৮৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬২ জন, জুড়ীর ১০ জন, শ্রীমঙ্গলের ২৫ জন, কমলগঞ্জের ১৪ জন, বড়লেখার ৪০ জন, কুলাউড়ায় ৩৪ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় ৬ হাজার ৪৪৩ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ৫৯০ টি নমুনা পরীক্ষায় পাঠালে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৯১.৯২ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৬,৪৪৩ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৪,২৪৫ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৫ জন।
সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৬৩ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com