মৌলভীবাজারে ৫৯ ব্যক্তিকে ৩৩ হাজার ৯ শত টাকা মাবাইল কোর্টের জরিমানা
August 9, 2021,

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে লকডাউন চলাকালে আরোপিত বিধি-নিষেধের সুষ্ঠু বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
৯ আগস্ট আগষ্ট শনিবার মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলা শহরে ও সকল উপজেলার বিভিন্ন স্থানে কোর্ট পরিচালনা করেন।
সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনী, বি.জি.বি, র্যাব, পুলিশ, আনসার সদস্যরা। মোবাইল কোর্ট পরিচালনায় ৫৯ ব্যক্তিকে ৩৩,৯০০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মন্তব্য করুন