মৌলভীবাজারে আবারও আসলো করোনার ৮৫ হাজার ডোজ টিকা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে এসে পৌচ্ছেঁ চীনের সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের ৮৫ হাজার টিকা।
রোববার ৫ সেপ্টম্বের দুপুর ১টায় ফ্রিজার গাড়ি টিকা নিয়ে এসে পৌঁচ্ছলে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ টিকা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতির পক্ষে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা মারলিজ,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, জেলা ইপিআই সুপার শাহ আলমসহ ইপিআই সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন।
প্রাপ্ত ভ্যাকসিনের ৪৯২৪২ ডোজ আগামী ০৭/৯/২০২১ তারিখ রোজ মঙ্গলবার মৌলভীবাজার জেলায় গনটিকা কার্যক্রমে একযোগে ২য় ডোজ হিসেবে এবং বাকি ডোজ সারা জেলার ৭টি ফিক্সড সেন্টারসমূহে ১ম ও ২য় ডোজ হিসেবে প্রদান করা হবে।
সবাইকে রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তি সাপেক্ষে আপনার নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক টিকা গ্রহন করার জন্য ও টিকা সংক্রান্ত যেকোন তথ্যের জন্যে আপনার নির্ধারিত টিকাকেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন ।
মন্তব্য করুন