(ভিডিওসহ) মৌলভীবাজার-চাতলাপুর চেকপোস্ট সড়ক ও অন্যান্য সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানব বন্ধন

September 7, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার থেকে চাতলাপুর চেকপোস্ট সড়কসহ জেলার সকল সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে মৌলভীবাজার শহরেরর চৌমুহনায় ‘মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের’ আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সুমনের পরিচালনায় ও জিতু তালুকদারের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন উপদেষ্টা শ. ই সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব উপদেষ্টা মৌসুফ এ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি বেলাল তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতৃবৃন্দ ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অভিলম্বে জেলার সকল রাস্তার চলমান কাজ দ্রুত সমাধান না করলে সবাইকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com