(ভিডিওসহ) মৌলভীবাজার-চাতলাপুর পরিদর্শনে জেলা প্রশাসক : কাজ শেষ হবে ডিসেম্বর মাসে

September 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার থেকে শমসেরনগর হয়ে চাতলাপুর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ মীর নাহিদ আহসান।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ করে তিনি সরেজমিন মৌলভীবাজার-শমসেরনগর সড়কের কাজ পরিদর্শনে যান।

এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও মৌলভীবাজার সওজের নিবার্হী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম আর ট্রেডিংয়ের ঠিকাদার মুহিবুর রহমান কোকিল উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয় ১৫ সেপ্টেম্বর সম্প্রসারিত কাজ শুরু হবে ১ অক্টোবর থেকে রাস্তায় বিটুমিন দেয়া হবে এবং ডিসেম্বর মাসে কাজের সমাপ্তি হবে।

উল্লেখ্য ৪২ কোটি ৮০ লক্ষ ৮৫ হাজার টাকা মৌলভীবাজার-সমশেরনগর-চাতলাপুর সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com