মৌলভীবাজার চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও সাটিফিকেট বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা ও কম্পিউটার প্রশিক্ষণ সাটিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনেকের মধ্যে সংগঠনের সহ-সভাপতি আবু সুফিয়ান ও পরিচালক সৈয়দ মুজাম্মিল আলী বক্তব্য রাখেন।
দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন বলেন, বর্তমানে আমাদের দেশের অর্থনীতি পৃথিবীর অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। অনেক দেশই আমাদের মূল্যায়ন করে।
উপস্থিত ছিলেন, পরিচালক হাসান আহমদ জাবেদ, পরিচালক সৈয়দ মুনিম আহমদ রিমন, পরিচালক আব্দুর রহিম রিপন,পচিালক মহিম দে,পরিচালক মো: খায়রুজ্জামান,পরিচালক শেখ রুমেল আহমদ,পরিচালক মো: আতাউর রহমান, পরিচালক জোবের আহমদ,পরিচালক মো: শওকত আলী খান,পরিচালক জাফর আহমদ গিলমান,পরিচালক মো: সোহাদ,পচিালক সাজ্জাদুর রহমান চৌধুরী, পরিচালক মো: হামিদুর রহমান চৌধুরী প্রমুখ। পরে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
মন্তব্য করুন