মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার শরিফ উল ইসলাম

August 29, 2016,

বিশেষ প্রতিনিধি॥ প্রাথমিক শিক্ষা বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ উল ইসলাম।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬, প্রাথমিক শিক্ষা বিভাগ, মৌলভীবাজার জেলা বাছাই কমিটির সভাপতি মৌলবীবাজারের জেলা প্রশাসক কামরুল ইসলাম ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম এবং বাছাই কমিটির সদস্যগন কর্তৃক
২৮ আগষ্ট রোববার জেলা প্রশাসক কার্যালয় ও শিক্ষা অফিসের নোটিশ বোর্ডের মাধ্যমে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে জেলার শ্রেষ্ট শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
২৭ আগষ্ট দুপুর ৩টার দিকে বাছাই কমিটির সদস্যেদের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয়ে প্রাথমিক বিভাগের বিভিন্ন ক্যাটাগরীতে অংশগ্রহন কারী শিক্ষাকর্মকর্তাদের ইন্টারভিউ নিয়ে সিদ্বান্ত গ্রহন করা হয়।
বাছাই কমিটির সিদ্বান্ত অনুযায়ী মৌলভীবাজার জেলায় শ্রেষ্ট শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফউল ইসলাম। এ ছাড়া জেলার শ্রেষ্ট এসএমসির সভাপতি নির্বাচিত হয়েছেন জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি)’র সভাপতি খালেদ পারভেজ বখ্শ ও শ্রেষ্ঠ বিদ্যালয় কুলাউড়ার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com