(ভিডিওসহ) মৌলভীবাজার জেলার ৪টি এলাকা রেড জোন ও লক ডাউন ঘোষনা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি

June 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় করোনার সংক্রমণ হার বিবেচেনা করে কুলাউড়া ও শ্রীমঙ্গলের কিছু এলাকাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনে রেড জোন চিহিৃত করে ২১ দিনের জন্য লক ডাউন করা হয়েছে।

এলাকাগুলো হচ্ছে কুলাউড়া পৌরসভার মাগুরা-মনসুর ও বড়মচাল ইউনিয়নের নন্দনগর। অপর দিকে শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট সড়কের আধা কিলোমিটার এলাকা রেড জোন চিহিৃত করে লকডাউন করা হয়েছে।

এসব এলাকায় ফার্মেসী ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়াও লকডাউন এলাকায় কৃষিপণ্য বহনকারী ব্যাতিত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই সব এলাকায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সহায়তায় অতি দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে চাল ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট উপজেলার ইউএনও।

মৌলভীবাজার জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে সাড়ে ৮শ। সুস্থ হয়েছেন ৮৯ জন, করোনায় মৃত্যুবরণ করেন ৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com