মৌলভীবাজার জেলায় সিডিএমআরআই- ইসিবিএসএস প্রকল্প এবং রেজাল্ট মনিটরিং ইউনিটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

August 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা রেজাল্ট মনিটরিং ইউনিটের টাস্কফোর্স কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠান জেলা প্রশাসক মৌলভীবাজার এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
২৬ আগস্ট বৃহস্পতিবার এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ আশরাফুল ইসলাম (উপসচিব) ও ইউনিসেফ বাংলাদেশের সোশাল পলিসি স্পেশালিষ্ট মোঃ আজিজুর রহমান। এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মল্লিকা দে, উপপরিচালক, স্থানীয় সরকার, মৌলভীবাজার।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন মৌলভীবাজারসহ জেলা রেজাল্ট মনিটরিং ইউনিটের টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় অতিথিবৃন্দ সরকারের যে কোন প্রকল্প শতভাগ সফল করার ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন হওয়ার প্রথম থেকেই রেজাল্ট ভিত্তিক মূল্যায়ন আরম্ভ করা ও তা অব্যাহত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com