মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম নোমান এর স্বরণে ভার্চুয়াল আলোচনা সভা

September 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলার সাবেক সাধারন সম্পাদক নুরুল আলম নোমান এর স্বরণে এক ভার্চুয়ালআলোচনা সভা ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা ছাত্রদলে সাবেক সভাপতি,সম্পাদক সহ আমেরিকা,কানাডা,ইংল্যান্ড,বাংলাদেশ থেকে এই লাইভ ভার্চুয়াল আলোচনা সভায় নেত্রীবৃন্দ অংশগ্রহন করেন।

ইংল্যান্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন এর সমন্নয়ে ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ সাকেরুজ্জামান এর সঞ্চালনায় – অংশগ্রহন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশারফ হোসেনবাদশা,মহিলা দলের নেত্রী মনোয়ারা জমির,কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধূরী, ইংল্যান্ড বিএনপির সহসভাপতি লুৎফুর রহমান, মোস্তফা সালেহী লিটন,চেয়ারম্যান ফয়সল আহমেদ, সাবেক চেয়ারম্যান অদুদ আলম, মৌলভীবাজারজেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি মিজানুর রহমান, এডভোকেট বকশী জুবায়ের, আহাদুজ্জামান খান, মহিদুর রহমানআপেল,সৈয়দ সেলিমুজ্জামান,হেলু মিয়া, শরিফুজ্জামান তপন,জেলা যুবদলে সভাপতি জাকির হোসেন উজ্জল,জেলাস্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধূরী,জেলা জাসাস সাধারন সম্পাদক সরওয়ার মজুমদার ইমন, জিল্লুররহমান খান,তহিদুর রশিদ শওকত,তপধীর রায় বুরন, সাজ্জাদুর রহমান পিন্টু, ঞরঃঁ ঈযড়ফিযঁৎু, জাহাঙ্গীর আলম,আব্দুলমুমিত রবিন,রাসেল খান,তাজুল ইসলাম, সফিকুর রহমান, নজরুল ইসলাম খান,মখছুদ আলীজাকারিয়া,সুহেলুজ্জামান,ইলিয়াছ কাঞ্চন সাগর,খান,মামুনুর রশিদ মামুন।

সবাই নোমান এর স্মৃতিচারণ করেন এবং তাহার রুহের মাগফেরাত কামনা করেন,পাশাপাশি তার পরিবার ও একমাত্র মেয়ে পাশেতাকার প্রত্তয় ব্যাক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com