মৌলভীবাজার জেলা জামায়াতের আমিরসহ শীর্ষ ৫ জামায়াত নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীসহ শীর্ষ ৫ জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর রাত ১২ টার দিকে সদর উপজেলার শাহবন্দর এলাকার একটি বাড়িতে অনলাইন প্লাটফর্মে মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর কর্মময় জীবেনের উপর আলোচনা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের মৌলভীবাজার সদর সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃত অন্যান্যরা হলেন জেলা জামায়তের সেক্রেটারী ইয়ামীর আলী, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, পৌর জামাতের সেক্রেটারী মোরশেদ আহমদ চৌধুরী ও জামায়েত নেতা শাহাব উদ্দীন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, জামায়াত নেতারা সদর উপজেলার শাহবন্দর এলাকায় জাকির মিয়ার বাড়িতে সরকার বিরোধী গোপন বৈঠক চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন