মৌলভীবাজার জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত

November 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ নভেম্বর দুপুরে জেলা পরিষদের সভা কক্ষে চেয়ারম্যান, ৭ জন সদস্য ও ৩ জন নারী সদস্যকে নিয়ে নভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন সভা পরিচালনা করেন। এরপর পরিষদের সদস্যদের জন্য শুভ কামনাসহ পরিচিতিপর্ব অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, হাছান আহমদ জাবেদ, বদরুল আলম সিদ্দিকী, জিয়াউর রহমান, রেহানা চৌধুরী, রাকিবা সুলতানা তালুকদার, শিরিন আক্তার চৌধুরী, মশিউর রহমান, বদরুল ইসলাম, আমির উদ্দিন।

এসময় বড়লেখা পৌর আবুল ইমাম মো: কামরান চৌধুরীসহ জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com