মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত

September 1, 2021,

স্টাফ রিপোর্টার॥ মহামারী কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন সার্বিক তত্ত্বাবধানে ১ সেপ্টেম্বর বুধবার মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করে সরকারি আদেশ অমান্য করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারামতে ১০টি মামলায় ৯জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মোট ৬৪০/= টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মৌলভীবাজার জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com