মৌলভীবাজার জেলা সাংবাদিক  ফোরামের আয়োজনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ 

August 1, 2021,
স্টাফ রিপোর্টার:  মৌলভীবাজার জেলা সাংবাদিক  ফোরামের আয়োজনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার  বিতরণ করা হয়েছে।
পহেলা আগষ্ট রবিবার দুপুর  সাড়ে ১২ টায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার কুসুমবাগ এলাকায় এস আর প্লাজার  সামনে  মাস্ক ও হেন্ড স্যানিটাইজার  বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলা সাংবাদিক  ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, মেজর মাহমুদ হাসান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক।
ফোরামের দপ্তর সম্পাদক  শেকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটি, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সহ সভাপতি ও জেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক  নুরুল ইসলাম শেফুল, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার  জেলা সাংবাদিক ফোরাম এর সহ সভাপতি আমিনুর রশীদ বাবর,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক মানবকন্ঠ এর জেলা প্রতিনিধি  বেলাল তালুকদার, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, ফোরামের কোষাধ্যক্ষ ও দৈনিক নবচেতনা প্রতিনিধি জাকির হোসেন,  সিনিয়র সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী মসু, দৈনিক এই বাংলা প্রতিনিধি সুলতানুল ইসলাম পান্না, দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি মোসাহিদ আহমদ,  দেলোয়ার হোসেন তরফদার, আজগর আলী  সহ গণমাধ্যম কর্মীরা। পরে প্রধান অতিথি সহ অন্যান্যরা মাস্ক ও হেন্ড সেনিটাইজার বিতরণ করেন।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com