মৌলভীবাজার থেকে চালু হচ্ছে নতুন সোস্যাল মিডিয়া “উইথগ্রাম”

October 10, 2020,

স্টাফ রিপোর্টার॥ সামাজিক যোগাযোগের জন্য আসছে নতুন প্ল্যাটফর্ম “উইথগ্রাম ডটকম”। বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ ও মাইক্রো ব্লগিংয়ের জন্য ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এটি। উদ্যেক্তরা জানান, নিজেদের আগ্রহ থেকেই বিভিন্ন সাইট নিয়ে গবেষণা শুরু করে তথ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে  Withgram। ‘ নতুন এই সোস্যাল মিডিয়ায় রয়েছে ফেইসবুক-টুইটারে মতো বৈচিত্রপূর্ণ ফিচার ফ্রেন্ড রিকোয়েস্ট, লাইক, কমেন্ট, চ্যাটসহ সব ধরনের সুযোগ সুবিধা। রয়েছে টুইটারের মত হ্যাশট্যাগ ট্যান্ড, এছাড়া অডিও কমেন্ট, সার্চ (খোঁজা), ব্যবসা-বাণিজ্যসহ নানা শ্রেণীপেশার মানুষের চাহিদা মেটাতে রয়েছে ডিজিটাল মার্কেটিংসহ সব স্মার্ট আইডিয়া।
তরুণ এসব উদ্যেক্তরা জানিয়েছেন এবারের বিজয় দিবসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে Withgram। উদ্যেক্তা মেরাজুল ইসলাম বলেন, সবার জন্য সহজে ব্যাবহার করার জন্য ইউজার ইন্টারফেস নিয়েও কাজ চলছে। এতে সহজেই মোবাইল নাম্বার দিয়েও একাউন্ট খুলা যাবে। তিনি বলেন, উদ্ভোধনের পূর্বেই গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে Withgram এর আলফা ভার্র্সন এ্যাপস ও মেসেঞ্জার। এদিন নতুন এ সামাজিক যোগাযোগ মাধ্যমের আরো নতুন নতুন ফিচার উদ্বোধন করা হবে। বিশ্বের সবার চাইতে বাংলাদেশের ব্যবহারকারীরা এ সোস্যাল মিডিয়ায় বেশি সুবিধা পাবেন বলে জানান Withgram এর উদ্যেক্তরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com