মৌলভীবাজার নতুন করে আক্রান্ত ১০০ জন, হাসপাতালে মৃত্যু ২ : শনাক্তের হার ২৮.২ শতাংশ

August 12, 2021,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১০০ জন। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার ১২ আগস্ট সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় পাঠালে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ।
২৪ ঘন্টায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফয়ছল জামান।
নতুন শনাক্ত ১০০ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ৩৯ জন, জুড়ী ৭ জন, শ্রীমঙ্গল ৮ জন, কমলগঞ্জ ১৫ জন, বড়লেখা ৩ জন, কুলাউড়া ২২ জন ও রাজনগরে ৬ জন।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ৩৫৪ টি নমুনা পরীক্ষায় পাঠালে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৬,৮৩০ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৪,৬৭৬ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬১ জন। সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৬৬ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com