মৌলভীবাজার নতুন করে ২৩ জন করোনা আক্রান্ত

April 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৩ এপ্রিল রাতে আসে রিপোর্টে এ আক্রান্তের সংখ্যা আসে।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১১৭ জনের নমুনা পরীক্ষায় পাঠালে রিপোর্টে নতুন ২৩ জন পজিটিভ শনাক্ত হন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১ ’শ ৮৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৪৩ জন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে জেলায় মারা গেছেন ২৫ জন। তবে মৃত ব্যক্তির পরিবার ও জেলার বাহিরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নিয়ে বেসরকারি পরিসংখ্যানে মোট মৃত্যু হয়েছে ৪১ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com